আজীবন সম্মাননা পাওয়ায় ফেনী ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা প্রদান

765

ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম কর্তৃক মৎস্য শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হওয়ায় ফেনী ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহকে সংবর্ধনা দিয়েছেন ফেনী ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদের হল রুমে এক অনুষ্ঠানে উপাচার্য মহোদয়কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন গণিত বিভাগের শিক্ষার্থীরা।

ফেনী ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান ইনচার্জ মোহাম্মদ শরীফ উল্যাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ও ফেনী ইউনিভার্সিটির এডজান্কট অধ্যাপক প্রফেসর মিলন কান্তি ধরের সভাপতিত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এমআ/এইচএসটি