অনেক প্রকাশক নাকি টাকা নিয়ে বই বের করে —চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

1254

‘বইমেলায় অনেক প্রকাশক নাকি টাকা নিয়ে বই বের করেন’ এমন প্রশ্ন তুলে আক্ষেপ জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। তার মতে, মানহীন বইয়ের মোড়ক উন্মোচন করতে চেয়া উচিত নয়। এজন্য বাংলা একাডেমির একটি মনিটরিং সেল থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এবারের বইমেলায় শারাফাতের লেখা দ্বিতীয় গ্রন্থ ‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলছি, ক্রিকেট এবং আত্মকথা’ প্রকাশ পেয়েছে। বর্ষাদুপুর থেকে প্রকাশিত এ বইটির মূল্য ধরা হয়েছে ২৭০ টাকা। তবে বইমেলা উপলক্ষে ২৫ ভাগ ছাড়ে পাওয়া যাচ্ছে ২০৩ টাকায়।

বইমেলা ঘুরতে এসে ‘এখন’-এর মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজকাল অনেকেই কেবল নামের জন্য বই বের করেন। অনেকেই নামমাত্র লেখক। বইয়ের ভেতর প্রচুর বানান ভুল থাকে। টাকার বিনিময়েই নাকি কেউ কেউ বই প্রকাশ করে থাকেন। এটা দুঃখজনক।’

নিজের বই প্রসঙ্গে তিনি জানান, লেখার মান বজায় রেখেই তিনি এ বইটি প্রকাশ করতে দিয়েছেন। কেবল তারকা খ্যাতির কারণে তার বই বিক্রি হোক, এমনটি তিনি চান না। বরং লেখার মান আর বিষয়বস্তু দেখে যাতে পাঠকদের আগ্রহণ তৈরি হয়, সেদিকেই নজর দিয়েছেন তিনি। নিজস্ব পাঠক শ্রেণীও তৈরি করতে চান মাঠের এ মানুষ।

বইমেলাকে ‘আনন্দমেলা’ আখ্যায়িত করে শারাফাত বলেন, ‘আমার বইয়ে কেবল আমার ধারাভাষ্যকার হওয়ার গল্পই তুলে ধরা হয়নি। কীভাবে একজন ভালো ধারাভাষ্যকার হওয়া যায়, সে পথও বাতলে দেয়া হয়েছে। পাশাপাশি সাকিব, মাশরাফি আর তামিমদের অনেক অজানা গল্পও ঠাঁই পেয়েছে এতে। বইটিতে শচিন, ব্রায়ান লারাসহ আমার ঘনিষ্ট ৬৪জন খেলোয়াড়ের ছবিও প্রকাশ পেয়েছে।’

গত বইমেলায় বের হওয়া শারাফাতেই বই ‘হাজার হাজার’ কপি বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার কোটি কোটি ভক্ত। আমি আশা করি, তারা এবারও আমার বইটি কিনে প্রতিটি লাইন পড়বে। আমি প্রতিবছরই বই বের করার পরিকল্পনা করেছি। পাশাপাশি যারা খেলাধূলা নিয়ে চিন্তা করেন, তারাও যেনো বই বের করেন। তাতে করে খেলা সম্পর্কে মানুষ আরও অনেক বেশি জানতে পারবে। ‘

মেলায় আসার পর থেকে চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে ভক্তরা ঘিরে ধরেছে। তার লেখা বই কেনার ধুম পড়তেও দেখা যায়। অটোগ্রাফ আর ভক্তদের সঙ্গে সেলফি তুলেই মেলার সময় পার করেন তিনি।