অনন্য কীর্তি গড়েছেন মেসি

726

 

বার্সেলোনার হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ বার লা লিগা জয়ের অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি।

কাম্প নউয়ে শনিবার রাতে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয় কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলটি করেন মেসি।

কাতালান ক্লাবটির হয়ে লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়ার পথে মেসি ছাড়িয়ে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। এতদিন দুজনেরই সমান নয়বার করে স্পেনের শীর্ষ লিগ জয়ের রেকর্ড ছিল।

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ১২টি শিরোপা স্বাদ পেয়েছেন ১৯৫০ ও ১৯৬০ এর দশকে রিয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার পাকো গেন্তো। এছাড়া ১০ বার শিরোপাটির স্বাদ পেয়েছেন ‘পিররি’ নামে পরিচিত সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। তিনিও রিয়ালের হয়ে এই সাফল্য পেয়েছেন।