বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা-২০১৮।
সোমবার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
এরপর কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে পুষ্পার্ষ্য অর্পণ করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার আয়োজনে মেলার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি ও গান প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী।
দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ২৩ অক্টোবর।